মাদারীপুরে গোসল করতে নেমে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে মামা বাড়ী বেড়াতে এসে নানার সাথে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে নিখোঁজ মীম (৮) এর লাশ ঘটনার প্রায় ২০ ঘন্টা পর রবিবার সকালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত মিম সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম তার মামা বাড়ি মস্তফাপুরের চতুরপাড়া বেড়াতে এসেছিল।
পারিবারিক সুত্রে জানা গেছে, মীম ও তার ছোট ভাই সৌরভ মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামে নানা সিরাজ মোল্লার বাড়ীতে বেড়াতে যায়। শনিবার দুুপুরে মীম ও তার ভাই নানার সাথে কুমার নদে গোসল করতে যায়। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে মীমকে দেখতে না পেয়ে ডুবুরী ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোজাখুজি করে মীমের সন্ধান পায়নি। রবিবার সকালে আবারও ডুবরীর দল মীমের সন্ধান শুরু করলে সকাল ১০ টার দিক কুমার নদে মীমের লাশ ভেসে উঠলে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মীমের নানা সিরাজ মোল্লা বলেন, ‘আমার সাথে দুই নাতি গোসল করতে আসে। কিন্ত একজনকে পাড়ে তুলতে গিয়ে আর একজনকে হারালাম। আমার কাছে মীম বলেছিল নানা আমি আর একটা ডুব দিই আমি বলেছিলাম দাও। কিছুক্ষণ পর ফিরে দেখি আমার নাতি মীম নেই।’
মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মদ বলেন, ‘আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা করেছি। কিন্ত মীমের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে উদ্ধার কাছ শুরু করার পর নদীর একপাশে লাশ ভেসে উঠেছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা গতকাল রাত ১০ টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম। আজ রবিবার সকালে শিশুটির লাশ ভেসে ওঠে।’