বিশ্ব শিক্ষক দিবস : শিবচরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে সমাবেশ

শিব শংকর রবিদাস ও মিশন চক্রবর্ত্তী :
“শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক” এই শ্লোগানকে সামনে রেখে শিবচরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি করেন।
জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নন্দকুমার মডেল ইনস্টিটিউশন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ সড়ক হয়ে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক নেতারা মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে সরকারের সুদৃষ্টি কামনায় জোড়ালো বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির শিবচর শাখার সভাপতি মোঃ সামসুল হক, সাধারন সম্পাদক এ কে মাসুদুর রহমান খান, সহভাপতি হারুন অর রশিদ, সুলতান মাহবুব, মতিউর রহমান, মো: আবুল হোসেন মিয়া, সিনিয়র শিক্ষক ও প্রেস ক্লাব সভাপতি এ কে এম নাসিরুল হক, মো: সাইদুর রহমান মিঞা, তারা মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।