বিনামূল্যে মাস্ক বিতরণ করলো মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা

মাদারীপুর প্রতিনিধি :
কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় বিনামূল্যে এক হাজার পিস মাস্ক বিতরণ করেছে প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার প্রচারণাও চালানো হয়। সোমবার সকালে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার বন্ধুরা পুরান বাজার কাজীর মোড় এলাকায় জড়ো হয়। শহরের ব্যস্ততম এই এলাকায় যে সকল ইজিবাইক, রিক্সা ও মোটরসাইকেল চালক, যাত্রী ও পথচারীদের মুখে মাস্ক নেই তাদের মুখে নিজ হাতে মাস্ক পড়িয়ে সচেতন থাকার পরামর্শ দেন বন্ধুসভার বন্ধুরা। পরে তারা দলে দলে ভাগ হয়ে পুরান বাজার এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানী, ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাস্ক পড়িয়ে দেওয়া হয় এবং করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়। বন্ধুসভার মাস্ক বিতরণ এই কর্মসূচিতে স্লোগান ছিল ‘নো মাস্ক, নো ফ্রেন্ডস’। বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, শাহাদাত আকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক হযরত আলী, পাঠচক্র সম্পাদক মো. সৈকত হোসাইন, নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা হিরা, প্রচার সম্পাদক এস.এম স¤্রাট রোমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল শাহরিয়াত করিম, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, বন্ধুসভার সদস্য রনি মোল্লা, বিএম রাসেল, বাঁধন খান, এইচ এম রাসেল, সীমান্ত সরকার, পূজা সরকার, খাদিজা আক্তার, সোহাগ সরদার, মীর রফিকুল ইসলাম, মো. হাসান সরদার ও কাজী সামীম।