বিএনপি এখন ৩য় বিভাগের দল,আওয়ামীলীগের মতো ১ম বিভাগের দলের সাথে খেলার মতো খেলোয়ার নেই -চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস,মোঃ মনিরুজ্জামান মনির,মোঃ আবু জাফর,অপূর্ব দাস,মিঠুন রায়, কমলেশ ধর ও হাসান মোল্লাঃ
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, খেলা হবে। আবাহনী মোহামেডানও খেলা হয়। আবাহনী ওয়ারি ও হয়। ওয়ারির সাথে খেলেতো মজা নাই। খেলা হবে। তবে ভাবতে হবে আপনাদের টিমটা কিন্তু এখন ৩য় বিভাগে চলে গেছে। আওয়ামীলীগের মতো প্রথম বিভাগের দলের সাথে খেলার মতো খেলোয়ার এখন আর আপনাদের নাই। আগে খেলোয়ার তৈরি করেন। ওই পজিশনে আসেন । তারপর খেলার ঘোষনা দেন। আর যেনতেন ভাবে খেলতে গেলে ৭ গোল ১০ গোল খাবেন। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খন্ডে লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এদিন সকালে চীফ হুইপ দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ডায়নামিক ওয়েব সাইট উদ্বোধন করেন, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব ও ঢাকাস্থ শিবচর সমিতির উদ্যোগে বিনামূল্যে আই ক্যাম্পের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে শিবচর ডায়াবেটিক সমিতির বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচী পরিদর্শন করেন। কর্মসূচীগুলোতে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো: মাসুদ আলম, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি নাসির আহমেদ চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পিএমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নও ৩১৫ এ-১ লায়ন প্রকৌশলী মো: মোস্তফা কামাল, লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: সেলিম আকন্দ, সাধারন সম্পাদক কে এম মজিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ আরো বলেন, আমরা চাই বিরোধী দল রাজনীতি করবে, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, আবার বিপদের সময় বিরোধী দল সরকারের পাশে থাকবে। এটাই হলো বিরোধী দলের ভূমিকা। যখন করোনা মহামারী শুরু হয়, মানুষ ঘর থেকে বের হতে পারেনি, খাবারের ব্যবস্থা নেই তখনতো বিএনপি জাতীয় পার্টিকে মানুষের পাশে দাঁড়াতে আমরা দেখিনি। আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। সারা বিশ^ থমকে গেছে। কে না জানে এই যুদ্ধের কথা। এই যুদ্ধের কারনে আমাদের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে, তেল আমদানী বন্ধ হয়ে গেছে, ডলার সংকট হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বারবার বলছে আপনাদের এক খন্ড জমিও যেন চাষাবাদের বাইরে না থাকে। যেন কোন ধরনের ঝুকি আমাদের না থাকে। আর পাশাপাশি বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টি এই জায়গায় ফায়দা নেয়ার চেষ্টা করছে। তারা এখন আন্দোলনের নামে এই বিষয়টিকে জটিল করার চেষ্টা করছে। তারা শুধু ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কই বাংলাদেশের কোন দূর্যোগে আমাদের পাশে তাদের পাই না। আপনারা পাশর্^বর্ত্তী ভারতসহ বিশে^র বিভিন্ন দেশে দেখেন সেখানে কিন্তু সকল ক্রাইসিস মূহূর্তে সবাই মিলে সর্ব সম্মতিভাবে মোকাবেলা করে। ভারতে আমরা দেখেছি করোনার সময় বিরোধী দল সরকারকে সহযোগিতা করেছে যেন মানুষ না মারা যায়। কিন্তু আমাদের দেশে তা নেই। আমাদের দেশে দূর্যোগে সরকারকে কিভাবে আরো বিপদে ফেলা যায় বিরোধী দল তাই করে।