বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না, আর শেখ হাসিনার জন্ম না হলে ডিজিটাল বাংলাদেশ হত না -চীফ হুইপ

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক, বানিজ্যিক,দাপ্তরিক কাজকর্ম ও যোগাযোগের ক্ষেত্রে গতি এনে দিয়েছে ডিজিটাইজেশন প্রকৃয়া। আর এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতনা শেখ হাসিনার জন্ম না হলে এত দ্রুত সময়ে ডিজিটাল বাংলাদেশ তৈরি হতনা।  রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চীফ হুইপ বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে দ্রুত গতিতে দেশ জুড়ে প্রসারিত হচ্ছে ডিজিটাল সেবা। শহর থেকে শুরু করে দূর্গম প্রান্তিক এলাকায় জনসাধারণের জীবনেও লেগেছে ডিজিটাল স্পর্শ। প্রযুক্তির কল্যাণে গ্রাম-শহরের দূরত্ব কমেছে যার ফলে সকলে এর সুফল ভোগ করছেন। এসময় তিনি বাংলাদেশের এই ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর ভুয়াসি প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব বক্তৃতা করেন। এরপর তিনি পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি মানকি মিয়া এ্যভিনিউ হতে খামারবাড়ি মোড় পর্যন্ত শোভাযাত্রা করে।