প্রধানমন্ত্রীর জন্মদিন: শিবচরে ২৫ হাজার করোনার টিকা প্রদান, মসজিদে মসজিদে বিশেষ দোয়া

মিশন চক্রবর্ত্তী :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শিবচর পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনার টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এদিন প্রায় ২৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়। এছাড়া উপজেলার ২৪ টি মসজিদে বিশেষ দোয়া ও কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টা থেকে শিবচর পৌরসভার ৩ টি কেন্দ্রে ৯ টি বুথ ও ১৯ টি ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১ টি কেন্দ্রে ৩ টি বুথ স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েই ২৫ বছরের উর্ধ্বের মানুষ টিকা নিতে পারছেন। এদিন শিবচর পৌরসভায় ৩ হাজার ও প্রতিটি ইউনিয়নে ১ হাজার ২ শ মানুষসহ উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষকে করোনার টিকা প্রদান করা হয়। বিকেল ৫ টা পর্যন্ত টিকাদান কর্মসূচী চলে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে গণহারে করোনার টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
শিবচর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলার ২৪ টি মসজিদে বিশেষ দোয়া ও কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বলেন, শিবচর দেশের প্রথম করোনা আক্রান্ত হলেও মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে প্রধানমন্ত্রীর ৩১ দফা কঠোরভাবে বাস্তবায়ন হওয়ায় শিবচরে করোনা নিয়ন্ত্রনে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ শিবচরে করোনার টিকা প্রদান কার্যক্রমে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই দেশে আমরা এত দ্রুত করোনার টিকা পেয়েছি। মানুষ বিনামূল্যে টিকা পাচ্ছে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।