প্রথম দিনেই ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে মুসল্লীদের ঢল

মো: হাসান মোল্লা :
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে তিন দিনব্যাপি ৭৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। হাজী শরীয়তউল্লাহ (রহ.) ৭ম পুরুষ, বাহাদুরপুর পীর মঞ্জিলের গদীনশীন পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় বার্ষিক ওয়াজ মাহফিল। তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীদের ঢল নামে। তবে প্রশাসনের কঠোর বেষ্ঠনী থাকায় সুশৃংখল পরিবেশ বজায় রয়েছে।
জানা যায়, বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লীরা বাহাদুরপুর ময়দানে আসতে শুরু করে। দুপুর পর্যন্ত ধর্মপ্রান মুসল্লীদের পদচারনায় পুরো এলাকা কানায় কানায় পূর্ন হয়ে যায়। ওয়াজ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামবৃন্দ গুরুত্বপূর্ন বয়ান পেশ করেন। সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। দেশ- বিদেশের লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। শুক্রবার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওয়াজ মাহফিল।