নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ নিধনের অপরাধে ৩ জেলেকে জেল

শিবচর বার্তা ডেক্স :
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ মাছ নিধনের অপরাধে ৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম জানান, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর ইসলাম এর নেতৃর্ত্বে অভিযান পরিচালনাকালে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করেন । এসময় জেলে নৌকা থেকে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১৭ কেজী ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় ও ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়। অভিযানকালে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহানুর আলী ও মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।