নদী ভাঙ্গনে শিবচরে চরাঞ্চলে ইউপি চেয়ারম্যানের বাড়িসহ শতাধিক বাড়ি ঘর বিলীন, জিও ব্যাগ ডাম্পিং চলছে

মিঠুন রায় ও অপূর্ব দাস :
পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের ৩ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন আক্রান্ত হওয়ায় চরজানাজাত ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িসহ শতাধিক বাড়ি ঘর সরিয়ে নেওযা হয়েছে। ভয়াবহ ভাঙ্গন ঝূকিতে রয়েছে একাধিক স্কুল ভবন,ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ গুরুত্বপূর্ন স্থাপনা। নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঠালবাড়ি, বন্দরখোলায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়েছে বন্দরখোলার অস্থায়ী বাধের প্রায় ৩০ মিটার। ভাঙ্গন আক্রান্ত হওয়ায় চরজানাজাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হান সরকারের বাড়িসহ ৩ ইউনিয়নের শতাধিক ঘর বাড়ি বসত সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও ভাঙ্গন ঝূকিতে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন , প্রাথমিক বিদ্যালয় ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, একটি বাজারসহ বিস্তৃর্ন জনপদ। নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
চরজানাজাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রায়হান সরকার বলেন, পদ্মায় পানি বেড়ে ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। আমার বাড়িসহ চরের প্রায় শতাধিক ঘর বাড়ি সরিয়ে নেয়া হয়েছে।
সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্যারের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।