মৎস সপ্তাহ উপলক্ষে শিবচরে সংবাদ সম্মেলন, মাছের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রনের দাবী

মো: আবু জাফর :
জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শিবচরে সংবাদ সম্মেলন করেছে প্রশাসন। এসময় শিবচর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাছের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রন ও জলাশয়গুলোতে অবৈধ জাল বন্ধের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বছরজুড়ে প্রশাসনের নিয়মিত অভিযানেরও দাবী উঠে সংবাদ সম্মেলনে।
জানা যায়, “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে আগামী ২৩ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে জাতীয় মৎস সপ্তাহ। এ উপলক্ষ্যে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস দপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, শিবচর প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, প্রেস ক্লাব ও দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।