জনসমাগম এড়িয়ে শিবচরে যথাযথ মর্যাদায় মুজিববর্ষ উদযাপন

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, কমল রায় ও সৃষ্টি দরানী :
শিবচরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, পৌরসভা, শিবচর প্রেসক্লাব, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদাভাবে দিনটি উদযাপন করেন। করোনা ভাইরাসের সংক্রমন এড়ানোর জন্য কর্মসূচীগুলো ঘিরে জনসমাগম এড়ানো হয়।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ৭১ চত্বরে বঙ্গবন্ধু মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে কেক কেটে জাতীর পিতার জন্মশতবার্ষিকী পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে আওয়ামীলীগ কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে ব্যান্ডপার্টির একটি দলসহ দুটি ট্রাক নিয়ে ছাত্রলীগের অল্প কিছু নেতাকর্মীরা পুরো উপজেলা প্রদক্ষিন করেন। সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কথা রয়েছে। কর্মসূচীগুলোতে উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর টুকু খান, প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, প্রেস ক্লাব ও দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।