চেয়্যারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ তৈরি করে ওরা,বাল্যবিবাহেও পটু, শিবচরে গ্রেপ্তার -২

শিবচর বার্তা ডেক্সঃ
শিবচরে বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের জাল সিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছে। গ্রেপ্তারকৃতরা ভূয়া সার্টিফিকেট তৈরি করে বাল্যবিবাহসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন।

জানা যায়, সম্প্রতি শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের চেয়ারম্যান আ. রহমান খানের কাছে বেশকিছু জন্মসনদের কাগজ আসে যা বাংলা থেকে ইংরেজিতে রুপান্তর করার প্রয়োজনে। কিন্তু স্বাক্ষরে মিল না থাকায় চেয়ারম্যান ওই লোকদের প্রাপ্তি স্থান সম্পর্কে জানতে চাইলে তারা জানায় উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের মালের হাট বাজারের আরিফ কম্পিউটার নামে একটি দোকান থেকে তারা ৫শ ১ হাজার টাকার বিনিময়ে এগুলো সংগ্রহ করেছেন। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে ওই দোকানের মালিক বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকার মোজাফফর মোল্লার ছেলে মিরাজ হোসেন মোল্লা (২৪) ও সন্নাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি এলাকার রজব হাওলাদের ছেলে আরিফ হাওলাদারকে (২৬) আটক করে। তাদের কাছ থেকে বন্দরখোলার বর্তমান ও সাবেক চেয়ারম্যানের নকল সিল মোহর উদ্ধার করা হয়। এই ঘটনায় বন্দর খোলা ইউনিয়নের চেয়ারম্যান আ. রহমান খান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।
ইউনিয়নের চেয়ারম্যান আ. রহমান খান বলেন, এ ব্যাপারে মামলা করেছি। এরা বিভিন্ন অপকর্মে জড়িত।

শিবচর থানার এসআই বরুন হীরা বলেন, এই ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে । আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে, জনসাধারণকে টাকার বিনিময়ে জন্মসনদ দেওয়ার কথা স্বীকার করে। ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে আসামীরা।