লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচরে কাজীসহ বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে খাবার সহায়তা

শিবচর বার্তা ডেক্স :
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরে কাজী, কিন্ডার গার্টেনের শিক্ষক, নির্মান শ্রমিক, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী, এবতদায়ী মাদ্রাসা শিক্ষক, ডেকোরেটর শ্রমিক, নসিমন শ্রমিক, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়েছে। এনিয়ে চীফ হুইপের পক্ষ থেকে বিভিন্ন শ্রেনী পেশার পরিবারের মাঝে চালসহ ৭০ হাজার প্যাকেট খাবার সহায়তা প্রদান করা হলো।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ২৫ জন কাজীর মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। গত দুদিনে চীফ হুইপের পক্ষ থেকে উপজেলার কিন্ডার গার্টেনের ১শ ৬ জন শিক্ষক পরিবার, ২৫ কাজী পরিবার, এবতেদায়ী মাদ্রাসার ১১ শিক্ষক পরিবার, হোম কোয়ারেন্টাইনে থাকা ১ শ ৫০ পরিবার, ১শ ৫০ নির্মান শ্রমিক পরিবার, ৫০ জন ডেকোরেটর শ্রমিক পরিবার, প্রতিবন্ধী ৩৭ পরিবার, ১৫ নসিমন শ্রমিক পরিবার, দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা, কাঠালবাড়ি ঘাটের আড়াই শতাধিক লঞ্চ-স্পীডবোট শ্রমিকসহ এক সহ¯্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার পরিবারের মাঝে চাল,ডাল, তেল,আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।