চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচরে স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরন

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর ও কমল রায় :
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীর মাঝে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে পিপিই বিতরন করা হয়েছে।এর আগে চীফ হুইপ নিজ হাতে স্বাস্থ্য কর্মীদের মাঝে ৫ শ পিপিই ও নিত্য প্রয়োজনীয় দোকানীদের জন্য বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরন করেছেন।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিএসসিপি, এফডব্লিউভি ও এসইসিএমও দের মাঝে শতাধিক পিপিই বিতরন করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ, প্রেস ক্লাব ও উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।