চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচরে আরো উন্নয়নমূলক কাজের উদ্বোধন

শিবচর বার্তা ডেক্স :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, উপজেলা প্রকৌশল বিভাগ ও আওয়ামীলীগ নের্তৃবৃন্দ এসকল উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জানা যায়, বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বাঁশকান্দি ও ভান্ডারীকান্দি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিন ছলেনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ, মির্জারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ, পূর্ব মির্জাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ, নতুন ক্রোকচর হাট এলাকায় ৯৯ মিটার দৈর্ঘ্যর সেতু, ৭ নং ওয়ার্ডের শেখপুর দবির দারোগার বাড়ি সংলগ্ন খালের উপর ১৪ ফুট দৈর্ঘ্যরে সেতু, সম্ভুক হাট হতে সম্ভুক সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় সাবেক সচিব এমএ হাকিম এর বাড়ি সংলগ্ন খালের উপর ২৬ ফুট দৈর্ঘ্যরে সেতু, ২ নং ওয়ার্ডের আ: হক বেপারী ও আজগর মৃধার বাড়ি সংলগ্ন খালের উপর ১৪ ফুট দৈর্ঘ্যরে সেতু, ৫ নং ওয়ার্ডের সরদারকান্দি নূর সোবাহানের বাড়ি সংলগ্ন খালের উপর ২০ ফুট দৈর্ঘ্যরে সেতু, বাঁশতলা হতে টেংরামারী রাস্তায় লালমিয়ার বাড়ি সংলগ্ন খালের উপর ২০ ফুট দৈর্ঘ্যরে সেতু উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা এসকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শাহজাহান মোল্লা, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন।