চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচরে কাদিরপুর ও কুতুবপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কমলেশ কুমার ধর ও জয় কুন্ডু :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরের কাদিরপুর ও কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, উপজেলা প্রকৌশল বিভাগ ও আওয়ামীলীগ নের্তৃবৃন্দ এসকল উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন।
জানা যায়, রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার উমেদপুর ও কাদিরপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিন মুন্সি কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, তাহের ফকিরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন, দেলোয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বড় কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, আদবুর রহমান শিকদারের কান্দি হতে জব্বার শিকদার কান্দি পর্যন্ত রব হাওলাদার বাড়ি সংলগ্ন খালের উপর ৩৬ ঘুট দৈর্ঘ্যরে সেতু, বাখরেরকান্দি হতে ছোট কুতুবপুর রাস্তার খোকন খলিফার বাড়ি সংলগ্ন খালের উপর ২৬ ফুট দৈর্ঘ্যরে সেতু, হযরত খালাসীর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ২০ ফুট দৈর্ঘ্যরে সেতু, শিবচর বাংলা বাজার রাস্তা হতে দেলোয়ার বেপারীর হাট পর্যন্ত আজিজ ফকিরের বাড়ি সংলগ্ন খালের উপর ১৫ ফুট দৈর্ঘ্যরে সেতু উদ্বোধন ও করা হয়। উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা এসকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শাহজাহান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন।