চীফ হুইপ লিটন চৌধুরীর নির্দেশে শিবচরে কৃষকরা পেল ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার

শিবচর বার্তা ডেক্স :
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে শিবচরে কৃষকরা পেল ধান কাটার অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এই মেশিনের মাধ্যমে এক ঘন্টায় এক একর জমির ধান কেটে মাড়াই শেষে বস্তাবন্দী করা যাবে। এতে কৃষকের দিনমজুর খরচ অর্ধেক কমে যাবে। এই মেশিন ব্যবহারে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা লাভবান হবে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরনের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর। পরিচালন বাজেটের উন্নয়ন সহায়তায় কৃষিযন্ত্র সরবরাহ কর্মসূচীর আওতায় ১টি কম্বাইন্ড হারভেস্টার সন্নাসীরচর ইউনিয়নের কৃষক এসএম আরিফের হাতে তুলে দেওয়া হয়। যার সরকারি ভুর্তুকি মূল্য ১৪ লাখ, মোট মূল্য ২৮ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো : সামসুদ্দিন খান উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এস এম সালাউদ্দিন, কৃষি প্রকৌশলী মিতা কুন্ড, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।