করোনা ভাইরাসঃ শিবচরে আরো প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা , চীফ হুইপ লিটন চৌধুরীর আহ্বান লকডাউন মেনে চলার

শিবচর বার্তা ডেক্স :
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরের আরো প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা বিতরন শুরু হয়েছে। এর আগে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে কনটেইনমেন্ট ঘোষনার পর প্রায় ৩০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা দেয়া হয়। অর্থ্যাৎ প্রায় ৫৫ হাজার পরিবার খাবারের আওতায় আসলো। এবার বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ঈমাম,মুয়াজ্জিন, পুরোহিত, নন-এমপিও শিক্ষক, গ্রাম পুলিশ, পত্রিকার হকার, চতুর্থ শ্রেনীর দুঃস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীসহ ঢাকা,নারায়নগঞ্জসহ চিহিৃত জেলাগুলো থেকে আগত ও নিম্ন আয়ের প্রায় ২৫ হাজার মানুষের মাঝে এ সহায়তা দেয়া শুরু হয়েছে। গত দুদিন থেকেই চালসহ খাবার সহায়তা বিতরন চলছে। ঘরে ঘরে খাবার পৌছে দিতে চীফ হুইপের তদারকির কৌশল হিসেবে প্রতি স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় ও উপজেলা আওয়ামীলীগের নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন । গত দুদিন ধরে পৌরসভার ১ হাজার ৪ শ পরিবারকে খাবার সহায়তা বিতরন করা হয়।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো মেনে কঠোরভাবে শিবচরবাসি লকডাউন বাস্তবায়ন করায় সংক্রমন কমে এসেছে। সামনের দিনগুলোতে লকডাউন সবাইকে মেনে চলতে হবে। খাবার সহায়তা চলতে থাকবে। কেউ খাবার কোন কষ্ট পাবে না।