করোনা টিকার নিবন্ধন করাতে গিয়ে শিবচরে ঘরের স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করলো চোরচক্র

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে দিনে দুপুরে এক পান চাষীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ওই পান চাষী স্ত্রী ও ছেলেকে নিয়ে করোনার টিকা গ্রহনের নিবন্ধন শেষ করে কম্পিউটারের দোকান থেকে বাড়ি ফিরে দেখেন চোরচক্র ঘরের দরজা খুলে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের পান চাষী প্রবদ ভদ্র তার স্ত্রী ও ছেলে পলাশকে নিয়ে করোনার টিকা গ্রহনের নিবন্ধন করতে শিবচর পৌর বাজারের একটি কম্পিউটার দোকানে আসেন। টিকা গ্রহনের নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা সাড়ে ১২ টার দিক তারা বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে তারা ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখেন ট্রাঙ্ক ভেঙ্গে চোরচক্র নগদ এক লাখ টাকা, ৫ ভরি স্বর্নালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।
প্রবদ ভদ্রের স্ত্রী বলেন, আমরা সবাই করোনার টিকার নিবন্ধন করতে বাজারে গিয়েছিলাম। এসে দেখি দরজা খুলে চোরচক্র স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো : মিরাজুল ইসলাম বলেন, চুরির বিষয়টি পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।