করোনায় শিবচরের এক বৃদ্ধের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শিবচর বার্তা ডেক্স :
করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিবচরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের আ: সালাম মাদবর (৫৫) করোনা উপসর্গ নিয়ে গত ৩ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ৪ জুলাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা টেস্ট করলে রিপোর্টে করোনা পজিটিভ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আ: সালাম মাদবর বাখরেরকান্দি গ্রামের আ: হালিম মাদবরের ছেলে। তিনি মাদবরচর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সা্েবক মেম্বার ছিলেন।
আ: সালাম মাদবরের ছোট ভাই মিজান মাদবর জানান, করোনা উপসর্গ নিয়ে আমার ভাইকে প্রথমে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে করোনা টেস্ট করা হলে তার করোনা সনাক্ত হয়। আশংকাজনক অবস্থায় তাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে।