ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে শিবচরে বিভিন্ন কর্মসূচী পালন

কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে শিবচরে বিভিন্ন কর্মসূচী পালন করেছে প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
জানা যায়, দিবসটি উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ নেতাকর্মীরা। এরপর উপজেলার নূর-ই আলম চৌধুরী অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতার আয়োজন করে প্রশাসন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহন করে বিজয়ী ৭৩ জন শিক্ষার্থীদের পৃরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধায় চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। কর্মসূচীগুলোতে উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।