এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারনে ৫ দিনে ৮৪ যানবাহনকে মামলা

মাদারীপুর প্রতিনিধি :
এক্সপ্রেস হাইওয়েতে বেপরোয়া গতির কারনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরো ১০টি যানবাহনসহ গত ৫ দিনে ৮৪ টি যানবাহনকে মামলা দিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ ।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এক্সপ্রেস হাইওয়ের শিবচরে ইমাদ পরিবহণের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির পর হাইওয়ে পুলিশের তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া গতির কারনে শুক্রবার সকাল থেকে এক্সপ্রেস হাইওয়েতে ১০ টি যানবাহনকে মামলা দেয় শিবচর হাইওয়ে পুলিশ। এর আগে সোমবার ২৫টি, মঙ্গলবার ২০টি, বুধবার ১৭ টি, বৃহস্পতিবার ১২টিসহ গত ৫ দিনে ৮৪ টি যানবাহনকে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতির কারনে গত ফেব্রুয়ারি মাসে ২ শ ৮৪ টি ও জানুয়ারিতে ৩ শ ১৫ টি মামলা দেয়া হয়।
শিবচর হাইওয়ে থানায় ওসি আবু নাইম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, আমরা এক্সপ্রেস হাইওয়েতে স্টেট (সোজাসুজি) এলাকায় দাঁড়িয়ে পর্যবেক্ষন করি। এ পর্যন্ত অনেক যানবাহনকে মামলা দেয়া হয়েছে। তবে আমাদের দেখে চালকরা গাড়ির গতিসীমা কমিয়ে দিলেও আমরা একটু আড়ালে পড়লেই তারা আবার গতি বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, গত রবিবার (১৯ মার্চ) ভোরে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পদ্মা সেতুর অদূরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিবচরের বিভিন্ন হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়।