উপজেলা পর্যায়ে দেশের প্রথম সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ, শিবচরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

শিব শংকর রবিদাস, কমল রায় ও মিশন চক্রবর্ত্তী :
উপজেলা পর্যায়ে দেশের প্রথম সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মান করা হয়েছে মাদারীপুরের শিবচরে। এই সরকারী বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরন করা হয়েছে। বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন উপস্থিত ছিলেন।
জানা যায়, সোমবার সকালে উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নে নবনির্মিত সরকারী বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এসময় ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেনীর ৮৭ ও ৯ম শ্রেনীর ৬০ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। এই টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ শ্রেনীতে ১ শ ২০ ও ৯ম শ্রেনীতে ১ শ ২০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বই বিতরন অনুষ্ঠানে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহাসিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদারের সহধর্মীনি উপজেলা আওয়ামীলীগ সদস্য মনোয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো : মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মো: হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন।