ঈদের খরচ বাঁচিয়ে শিবচরে গুচ্ছগ্রাম বাসীদের মাঝে সেমাই ও বিরিয়ানী বিতরন ইউএনওর

শিব শংকর রবিদাস, মিঠুন রায়, অপূর্ব দাস ও কমল রায় :
শিবচরে একটি গুচ্ছগ্রামে বসবাসকারী দু:স্থ পরিবারের মাঝে রান্না করা ঈদের সেমাই ও বিরিয়ানী বিতরন করা হয়েছে। পরিবারের ঈদের খরচের টাকা বাঁচিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান গুচ্ছগ্রাম বাসীদের মাঝে এই ঈদের খাবার বিতরন করেন।

জানা যায়, পরিবারের ঈদের খরচ বাঁচিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোমবার দুপুরে উপজেলার কুতুবপুর গুচ্ছগ্রামে বসবাসকারী দু:স্থ পরিবারের জন্য রান্না করা বিরিয়ানী ও সেমাই নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি গুচ্ছগ্রামে বসবাসকারী ৫০ পরিবারের মাঝে ঈদের সেমাই ও বিরিয়ানী বিতরন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, আমরাতো প্রতি ঈদেই অনেক টাকা খরচ করে ঈদ উদযাপন করি। এ বছর নিজের পরিবারের ঈদ খরচের টাকা থেকে গুচ্ছগ্রাম বাসীদের জন্য সামান্য বিরিয়ানী ও সেমাই রান্না করে নিয়ে এসেছি। তাদের মাঝে নিজ হাতে খাবার বিতরন করে আনন্দ লাগছে।