ইউনিয়ন পর্যায়ে সেবা পৌছে দিতে শিবচরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

শিব শংকর রবিদাস ও মো: রিফাত ইসলাম :
অপরাধ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতে মাদারীপুরে শিবচরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান পাঁচ্চর ইউনিয়নে বিট পুলিশিংয়ের একটি কার্যালয় উদ্বোধন করেন।
জানা যায়, পুলিশি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ শ্লোাগানকে সামনে রেখে বুধবার বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাহাদুরপুর বাজাা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হাসান, বাহাদুরপুর পীর মঞ্জিলের গদীনশীন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পাঁচ্চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সোয়েব মিয়া, পাঁচ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া মিঠু বেপারী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আসিফ মাদবর প্রমূখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে দেশব্যাপী আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যেই মাদারীপুর জেলার সকল ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে সাধারন জনগনের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতায় আমরা সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ দমনের মাধ্যমে সুন্দর একটি সমাজ ব্যবস্থা তৈরি করবো।