ইউনিয়ন পরিষদ নির্বাচন : শিবচরে ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ২৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দীতায় ২ মেম্বার প্রার্থী নির্বাচিত

শিবচর বার্তা ডেক্স :
আগামী ১১ এপ্রিল ১ম দফায় শিবচরে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন প্রার্থী, সাধারন সদস্য পদে ৪ শ ২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১ শ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বুধবার মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিনে দত্তপাড়া ইউনিয়নে ২, দ্বিতীয়খন্ড ইউনিয়নে ১, কুতুবপুর ইউনিয়নে ২, পাঁচ্চর ইউনিয়নে ২,শিবচর ইউনিয়নে ১, বাঁশকান্দি ইউনিয়নে ৪ জনসহ ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। এছাড়া সাধারন সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪ শ ৬ জন প্রার্থী ও সংরক্ষিত সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ১ শ ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।এদিকে প্রতিদ্বন্দী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও ৯ নং ওয়ার্ডে বাদশা হাওলাদার বিনা প্রতিদ্বন্দীতায় সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন।
ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা :-
দত্তপাড়া :
১.শিরিন আক্তার চৌধুরী
২.এসএম মাহবুবুল আলম
শিবচর :
১. মোঃ মোশারফ মোল্লা
পাঁচ্চর :
১.এনায়েত হাওলাদার
২.ইমরান হোসেন
কুতুবপুর :
১. মাসুদুর রহমান (দুলাল বেপারী)
২.মো: মোশারেফ হোসেন
দ্বিতীয়খন্ড :
১. হাবিবুর রহমান
বাঁশকান্দি :
১. সাইদ আহমেদ
২. মাহবুবুর রহমান (আসমত আলী)
৩. আলমগীর মোল্লা
৪. মোস্তাফিজুর রহমান