মাদারীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজৈর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমদাদুল হক কুট্টিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এমদাদুল হক কুট্টি উপজেলার বাজিতপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে। সোমবার সকালে বাজিতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজৈর থানা পুলিশ সুত্রে জানা যায়, ঢাকার ধানমন্ডি থানার মামলা নং ৪৪(২) ১৯৯৬, ধারা ৩৯৫ পেনাল কোড আইনে আদালত গ্রেফতারকৃতকে যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা এবং ৩৯৭ পেনাল কোড আইনে ৭ বছর কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। তবে সাজাপ্রাপ্ত এমদাদুল হক কুট্টি দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। ইতমধ্যে সে বিদেশ ভ্রমন করে দেশে এসেছে বলে পুলিশ সংবাদ পায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সুতারকান্দি বাজিতপুর এলাকার শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশের একটি দল। দুপুরে তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, শাফিয়া শরীফ বাজারে সাজাপ্রাপ্ত আসামী এমদাদুল ঘোরাফেরা করছে এমন সংবাদ পেয়ে আমরা গিয়ে তাকে গ্রেফতার করি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।