মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষকসহ আটক-১

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে উপজেলার আলমদস্তার গ্রামের শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আকরাম শিকদার (৬২) নামে ওই ব্যক্তিকে তক্ষকসহ আটক করে। আটক আকরাম শিকদার রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।
শনিবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার সকালে জেলার রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের শিকদার বাড়ী জামে মসজিদের দক্ষিন পাশে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর কতিপয় চোরাচালান চক্রের সদস্য অবস্থান করছি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর মাদারীপুরের একটি বিশেষ দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে (৬২) বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করে। আটককৃত আসামীর নিকট হতে এসময় একটি মোবাইল ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী চোরাচালান চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মুল্যবান বস্তু সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচার করে আসছে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।