মাদারীপুরে দু‘শ বছরের মন্দিরসহ জমি দখল চেষ্টার অভিযোগ

সুবল বিশ্বাস :
মাদারীপুরের রাজৈরে ২৩ নং মহেন্দ্রদী মৌজায় অবস্থিত প্রায় দু‘শ বছরের পুরনো কালী মন্দিরসহ জমি দখলের চেষ্টা করছে এক বিএনপি নেতা। এ নিয়ে বিগত ২০১৩ সালে মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। চলতি বছর মন্দির উন্নয়নের জন্য মন্দির কমিটি দোকান ঘর নির্মাণ করতে গেলেও বাধা দেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবী। এ অবস্থায় এলাকার শান্তিপ্রিয় জনগণ, জনপ্রতিনিধি ও মন্দির কমিটি মন্দির রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
কালীবাড়ি সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি উত্তম ব্যানার্জী লিখিত অভিযোগে বলেন, “রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ২৩ নং মহেন্দ্রদী মৌজায় অবস্থিত কালীবাড়ি হাট এলাকার সার্বজনীন কালী মন্দিরটি ইংরেজ আমলে প্রতিষ্ঠিত। পূর্ব থেকে পূজা-অর্চনার পাশাপাশি মন্দির আঙিনায় সনাতন ধর্মীয় সমাবেশ, সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠান ও মেলা হয়ে আসছে। পূর্বে আরএস এবং সিএস খতিয়ানে বিভিন্ন দাগে মন্দির, মঠ, হোলিখোলা ও দোলখোলা উল্লেখ ছিলো। বর্তমানে বিআরএস খতিয়ানভূক্ত করে ওই জমি খাস দেখানো হয়েছে। ভূমি অফিসে গিয়ে জানা গেছে, ভুলবশত বিআরএস খতিয়ানে খাস হয়েছে। আমি নিজে বাদী হয়ে আদালতে একটি দেওয়ানী মামলা (মামলা নং ৩৫৫/১৯) দায়ের করি। এ অবস্থায় এলাকার বিএনপি নেতা আবুল কালাম সিকদার স্থানীয় তহশিলদার শাহাদাত হোসেনের সহায়তায় ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন। চলতি বছর মন্দির উন্নয়নের জন্য খালি জায়গায় দোকান নির্মাণ করতে গেলে বাধা দেয়া হয়। শুধু তাই নয় সেখানে পূজা করতে নিষেধ করে মন্দির অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রায়ের মধ্যে শঙ্কা ও ক্ষোভ বিরাজ করছে।”
এ ব্যাপারে ৫নং সাবেক মেম্বার সেলিম বেপারী বলেন, ‘আমি জন্মের পর থেকে এটা মন্দিরের জায়গা বলেই জানি। আগে মন্দির ছিলো ভাঙ্গাচুরা। পরে উত্তম ব্যানার্জীর নেতৃত্বে নতুন করে মন্দির নির্মাণ করা হয়েছে। এবার মন্দির উন্নয়নের জন্য খালী জায়গায় দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। এতে আবুল কালাম সিকদার বাধা দিয়ে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেঁ।”
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী কান্তা, যুবলীগ নেতা আতিয়ার সিকদার ও হান্নান মুন্সী বলেন, ‘কালাম সিকদার সাধারণ মানুষদের নামে বিভিন্ন ভাবে মামলা-হামলা ও বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ দিয়ে হয়রানী করছে। তিনি ভুমি অফিসের কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে এলাকার খাস জমি দখলের ধান্ধা করে আসছে। এবার তার নজর পড়েছে ব্রিটিশ আমলের পুরনো কালি মন্দিরের জায়গার দিকে। সে মন্দির কমিটিকে বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করছে। তহশীলদারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে মন্দিরের জায়গায় দোকান ঘর তুলতে বাঁধা দিচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে আবুল কালাম সিকদার সাংবাদিকদের বলেন, “আমি সাধারণ মানুষ। জানামতে জায়গাগুলি ১নং খাস খতিয়ানভুক্ত। একটি মহল মন্দিরের নাম ভাঙ্গিয়ে ওই জমিগুলি দখলের চেষ্টা করছে।”
এ ব্যাপারে জানতে চাওয়া হলে তহশিলদার শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘কালিবাড়ি এলাকার বিভিন্ন দাগে বিভিন্ন স্থানে অবস্থিত জায়গাগুলি ১নং খাস খতিয়ানে রেকর্ডভুক্ত। তারা মামলা করেছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের পক্ষে ঐ জায়গা সুরক্ষার দায়িত¦ আমার।’
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর বলেন, ‘কালিবাড়ি মন্দিরটি প্রায় দু‘শত বছরের পুরনো। হিন্দু ধর্মের অনুসারীরা ব্রিটিশ আমল থেকে এখানে পুজা অর্চনাসহ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। কালাম সিকদার কালি মন্দিরের জায়গা দখলের পায়তারা করছে। আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রাণোতোষ মন্ডল বলেন, “্ওই জমি আগে যেহেতু সিএস-আরএস খতিয়ানে মন্দিরের নামে ছিলো, সেহেতু সরকারের কাছে আমাদের জোর আবেদন কোনো ভূমিদস্যু যাতে ওই সম্পত্তি গ্রাস করতে না পারে। ভুলের কারণে যদি খাস হয়ে থাকে তবুও ওই সম্পত্তি যাতে মন্দিরের নামেই হয় সে ব্যাপারে সরকারের কাছে বিশেষভাবে আবেদন করছি।’
রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’