মাদারীপুরে গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পা বিচ্ছিন্নসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটকেন্দ্রের পুকুরপাশে ভ্রাম্যমান বেলুন বিক্রি করে দোকানী। দোকানে ভীড় করে শিশু-কিশোররা। বেলুনে গ্যাস দেয়ার সময় ঘটে সেলিন্ডার বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই মারা যায় দোকানী। এ সময় পা বিচ্ছিন্নসহ আহত হয় অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে। এছাড়া ঘটনাস্থল থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪শ’ মিটার দুরে উড়ে হেমায়েত বেপারীর বাড়িতে গিয়ে পড়লে ঘর ক্ষতিগ্রস্থসহ আহত হয় আরো দুইজন।
মাদারীপুরের রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।