মাদারীপুরে কালী মন্দিরের চাড়া গাছ নিধন করেছে র্দুবৃত্তরা

রাজৈর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা গ্রামে শ্রী শ্রী কালী মন্দিরের রোপণ করা একশত চারা গাছের মধ্যে ৪০/৪৫ টি চারা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমগ্রামের লখন্ডা গ্রামে গত বুধবার সকালে শ্রী শ্রী কালি মন্দিরের চত্বরে রোপণ করা একশত চাম্বুল গাছের চাড়ার ৪০/ ৪৫ টি চাড়া উপড়ে ফেলেছে স্থানীয় কয়েকজন র্দুবৃত্তরা। এ ঘটনায় ইতমধ্যে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছে তরুন যুব সংঘের সভাপতি ওজিত মজুমদার।
এব্যাপারে রাজৈর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি, এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর মন্দিরের জন্য আমরা গাছের চাড়া সহায়তা করবো।