মাদারীপুরে ইউপি চেয়্যারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ৯ সদস্যের অনাস্থা

রাজৈর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। রবিবার দুপুরে টেকেরহাট নজরুল ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি সদস্যদের পক্ষ থেকে দীনেশ চন্দ্র বালা লিখিত অভিযোগ পড়ে শোনান সাংবাদিকদের। অভিযোগে বলা হয় মেম্বারদের সিল নকল করা, সই নকল করা ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের টাকা দূর্নিতীর মাধ্যমে আত্মসাত করেন চেয়ারম্যান। এছাড়া টাকার বিনিময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফসহ বিভিন্ন কার্ড বিতরণসহ বিস্তর আভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। গত চার বছরে সদস্যদের সাথে কোন বিষয়ে চেয়ারম্যান আলাপ আলোচনা বা মাসিক কোনো মিটিং করেনা। চেয়্যারম্যান নিজের ইচ্ছা খুশি মত কাজ করে। চেয়ারম্যানের অনিয়ম ও দূনীতির বিরুদ্ধে মাদারীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিয়োগও প্রদান করা হয়েছে।