মাদারীপুরের কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীর সাজা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ৩৪ হাজার মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে আটক করে একজনকে জেল ও অপরজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামানের নেতৃর্ত্বে রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজনপট্ট্রিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মারজানা এন্টার প্রাইজ ও নাঈম স্টোর থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে মারজানা এন্টারপ্রাইজের মালিক রুমেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা ও নাঈম স্টোরের মালিক নাসিম মোল্লাকে ৩ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান বলেন, অবৈধ জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে সাজা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।