দেশের ডাক ঘরগুলোকে ডিজিটাল করা হবে- ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি :
ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ডাকঘর। ডাকঘর একটি প্রাচীন প্রযুক্তি নিয়ে এতোদিন পর্যন্ত পরিচালিত হয়েছে । এই ডাকঘরকে আমি ডিজিটাল ডাকঘর বানাচ্ছি। এই ডিজিটাল মানে হচ্ছে যে সেবা গুলো প্রযুক্তিগত দিক দিয়ে দেয়া উচিত সেই সেবাগুলো আমরা প্রযুক্তিগতভাবেই দিবো । তার মধ্যে গুরুত্বপুর্ন যে জায়গাটা যেমন চিঠি বন্ধ হয়েছে কিন্তু পার্সেলতো বন্ধ হয়নি এবং পার্সেলের সংখ্যাও বাড়ছে । আপনারা যেসব দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ গুলো করেন আমরা ডাকঘর ডিজিটাল করতে পারলে এর একটাও অভিযোগও থাকবে না । আমরা ডাকঘরের আমুল পরিবর্তন করবো । বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ এখন ডাকঘর । শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে পুন:নির্র্মিত ডাকঘর ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেনে। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান সহ ডাক বিভিাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ডাইনোসর যেভাবে মারা গেছে, এরকম বহু জিনিস মারা গেছে, কিন্তু ডাকঘর মরবে না। ডিজিটাল সেবা চালু হলে এর পরিধি আরো বাড়বে।