করোনা ভ্যাকসিন দিয়ে বাড়ি ফেরার পথে মাদারীপুরে গৃহবধুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে করোনা ভ্যাকসিন দিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে রাজৈর উপজেলা চত্ত্বরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই গৃহবধু উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামের শ্যামা বিশ্বাসের মেয়ে ও বাগেরহাট জেলার সুজন সাহার স্ত্রী।
ভুক্তভোগী ওই গৃহবধু জানান, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে বাড়ি ফিরছিলেন গৃহবধু মুক্তা বিশ্বাস। তাকে ইজিবাইকযোগে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কৌশলে হাসপাতালের পাশে রাজৈর উপজেলা চত্ত্বরে নিয়ে আসে ৩ থেকে ৪ জন যুবক। সেখানে ওই গৃহবধুকে চেতনানাশক দিয়ে অচেতন করে অজ্ঞানপার্টির সদস্যরা। পরে ওই গৃহবধুর সাথে থাকা কানের দুল, হাতের বালা, মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে রাজৈর থানায় অভিযোগ দেন ওই গৃহবধু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদী।