অজ্ঞাত রোগে একই দিনে মাদারীপুরে কৃষকের ৩টি গরুর মৃত্যু

রাজৈর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার দূর্গাবদ্দী গ্রামে অজ্ঞাত রোগে কৃষক ফরিদ তপাদারের ৩ টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ও রাতে এই গরুগুলির মৃত্যু হয়েছে। গরুগুলির মৃত্যুতে দরিদ্র কৃষকের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, অন্যান্য দিনের মত ফরিদ তপাদার বুধবার মাঠ থেকে ঘাস কেটে এনে গরুগুলিকে ঘাস ও গমের ভুষি খেতে দেয়। এগুলি খাওয়ার কিছু সময়ের মধ্যে তার একটি ষাড় মাটিয়ে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এরপর বিকালে একটি ৮ মাসের গর্ভবতী গাভী মারা যায়। এ অবস্থায় এলাকার পশু ডাক্তার দেখানোর পর রাত ১১ টার দিকে ৭ মাসের গর্ভবতী আরেকটি গাভীও মারা যায়।
ভুক্তভোগী ফরিদ তপাদার জানান, আমি গরীব মানুষ। বিভিন্ন এনজিও থেকে লোন করে গরুগুলি কিনেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আমার ৩টি গরু মারা গেল। এখন আমি কি করব।
রাজৈর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম জানান, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলির মৃত্যু হয়েছে। আমি তাদের বাড়ীতে গিয়ে পরিস্থিতি দেখে সর্বত্মক সহযোগিতা করব।