শিবচরে পৌর কাউন্সিলর নির্বাচন নিয়ে নেতাদের গৃহ কোন্দলে চীফ হুইপ লিটন চৌধুরীর তীব্র ক্ষোভ, কঠোর হুশিয়ারি

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস, কমলেশ ধর ও কমল রায় :
শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নির্ধারনে উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভা শনিবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান মেয়র মোঃ আওলাদ হোসেন খানকে পুনরায় মেয়র প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে নির্বাচন নিয়ে দলীয় ওয়ার্ড পর্যায়ের নেতাদের তীব্র গৃহ কোন্দলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যৌথ সভার প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান মোল্লার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ প্রমুখ।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকায় বাংলাদেশ করোনা মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে। তার বলিষ্ট নেতৃত্বের কারনে ইতোমধ্যেই বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা এসেছে। শীঘ্রই তা জনগনের মধ্যে দেয়া হবে। জীবনের ঝূকি নিয়ে প্রধানমন্ত্রী সংসদে অংশগ্রহনসহ দেশকে এগিয়ে নিতে কাজ করতে যাচ্ছেন। পদ্মা সেতু বাস্তবায়নের মুখে। এখন শিবচর বিশেষ গুরুত্ব বহন করে। পদ্মা সেতুর সাথে সাথে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করতে শক্তিশালী পৌর পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ প্রয়োজন শিবচরে।
চীফ হুইপ আরো বলেন, নির্বাচনে আমরা এক একসময় একএকরকম কৌশল অবলম্বন করে থাকি। নেতা হতে হলে জনগনের সাথে সাথে নেতৃবৃন্দরও মন জয় করতে হবে। দল ছাড়া নির্বাচন করা সম্ভব না। তাই সবার মন জয় করতে হবে। আশাকরি মেয়র প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন। কাউন্সিলর পদে অনেকেই আমাদের সমর্থন চেয়েছেন। যারা নির্বাচনে অংশ নিবেন অবশ্যই তাদের সন্তোষজনক ভোট পেতে হবে। আর এ নাহলে বুঝতে হবে জনগন তাকে চায় না। আর জনগন যাকে চায় না। তাকে আমরা আওয়ামীলীগ বা সহযোগী সংগঠনে কোন পদে রাখবো না। কাউন্সিলরে একই পরিবারে ৩ জনও প্রার্থী হয়েছে। যে নেতা শালাকে তার ভাইকে ম্যানেজ করতে পারে না। সে আবার কিসের নেতা। এটা রেকর্ড থেকে যাবে। সিনিয়র নেতারা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।