শিবচরে জোড়ালো অভিযান আরো বেগবান, মধ্য রাত পর্যন্ত পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা মাঠে

শিব শংকর রবিদাস, মিঠুন রায়, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী :
আসন্ন ২১ জুন ১ম দফা  শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুলিশের অভিযান আরো জোড়ালো হয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ সুপারের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত ব্লক রেইড চালিয়েছে জেলা পুলিশ। এছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে সার্বক্ষনিক মোতায়েন রয়েছে পুলিশ টিম ও ম্যাজিস্ট্রেট টিম। এদিকে নির্বাচনের দিন ৪ স্তরের নিরাপত্তার ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার। পুলিশি অভিযানে এ পর্যন্ত ৮০টি মটরসাইকেল জব্দ হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বুধবার রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ,থানা পুলিশ,ডিবি পুলিশের বিশাল একাধিক টিম শিবচরে ব্লক রেইড চালায়। উপজেলার বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিন ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত এ অভিযান চলে। পুলিশের টিমগুলো ভাগ ভাগ হয়ে অভিযান চালায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার চাইলা মারমা, এহসানুর রহমান ভূইয়া , মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন, ডিবি ওসি আল মামুন, পরিদর্শক( তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল বলেন, আসন্ন নির্বাচনের পরিবেশ স্ষ্ঠু রাখতে প্রতি রাতেই পুলিশের ব্লক রেইড চলছে। এছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন রয়েছে। কোন অবস্থাতেই আমরা কোন অরাজক পরিস্থিতি মেনে নেব না। এ পর্যন্ত আমরা ৮০টি মটরসাইকেল জব্দ করেছি। নির্বাচনের দিন ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে।