শিবচরের ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

শিবচরবার্তা ডেক্স :
নজিরবিহীন নিরাপত্তায় বিপুল সংখ্যক ভোটার উপস্থিতিতে সোমবার মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই এ ভোট গ্রহন যেন উৎসবে রুপ নেয়। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করেন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটার উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ নির্বাচনে ১২ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন ও শুধুমাত্র কাদিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়ীত্ব পালন করছেন। এছাড়া বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। নির্বাচনে বহেরাতলা উত্তরে জাকির হোসেন হায়দার, বহেরাতলা দক্ষিনে বারী উকিল , কাদিরপুরে বিএম জাহাঙ্গীর বেপারি, শিবচরে মোঃ বাবুল ফকির, দ্বিতীয়খন্ডে মনোয়ারা বেগম পুস্প, কুতুবপুরে মোঃ আতিকুর রহমান, পাচ্চরে মোঃ দেলোয়ার হাওলাদার, দত্তপাড়ায় মুরাদ মিয়া, শিরুয়াইলে সুরাবউদ্দিন মাদবর, ভান্ডারীকান্দিতে কালাম চোকদার, মাদবরচরে ফজলুল হক মুন্সি, নিলখীতে মো: মিজান, বাঁশকান্দিতে আসাদুজ্জামান খোকন বয়াতী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেছেন রির্টানিং কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এত বড় এলাকার নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ায় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্যারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল বলেন, শিবচরের নির্বাচনটি স্থানীয় নির্বাচনে একটি মডেল। বিপুল সংখ্যক ভোটার যেভাবে উৎসবের সাথে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিয়েছেন তা দৃষ্টান্ত।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৭ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১৭ জন , সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।