বহিরাগতদের প্রবেশ করিয়ে আচরণ বিধি লঙ্ঘন, শিবচরে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগতদের প্রবেশ করিয়ে আচরণ বিধি লঙ্ঘণের অপরাধে এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ওই চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানা করেন। ওই বহিরাগত সংসদ সদস্যের স্টিকার লাগানো প্রাইভেটকারের আরোহী তাশিক মির্জা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ছেলে বলে নিজেকে পরিচয় দেন বলে একাধিক সূত্রে জানা যায়।
এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কিছু বহিরাগত লোক সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৩-১৭৫৬) নিয়ে উপজেলার নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওয়াসিম মাদবরের বাড়িতে এসে অবস্থান করেন । বহিরাগতরা নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওয়াসিম মাদবরের পক্ষে সংসদ সদস্যের স্টিকার লাগানো প্রাইভেটকার নিয়ে কলাতলা, নিলখীবন্দর, বাগমারাসহ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ওয়াসিম মাদবরের পক্ষে ভোট চান। প্রতিপক্ষ প্রার্থীরা সংসদ সদস্যের স্টিকার দেখে বিষয়টি প্রশাসনের কাছে জানান। নির্বাচন চলাকালীন বিষয়টি আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় শিবচর থানা পুলিশ ওই প্রাইভেটকারসহ চেয়ারম্যান ও বহিরাগতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর কাছে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়াসিম মাদবরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। গাড়িটি সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিল। স্টিকার লাগানো প্রাইভেটকারের আরোহী তাশিক মির্জা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ছেলে বলে প্রশাসনের কাছে নিজেকে পরিচয় দেন।
চেয়ারম্যান প্রার্থী ওয়াসিম মাদবর জানান, সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িতে বসুরহাটের পৌর মেয়র কাদের মির্জার ছেলে তাশিক মির্জা এসেছিল। সে আমার ভাগ্নে রাইসুল ইসলাম অনিকের বন্ধু। সে শিবচরে এসেছিল। আমার ভাগ্নের বন্ধু হওয়ায় সেই সুবাদে রাতে আমার নির্বাচনী এলাকা নিলখীতে এসেছিল। এর চেয়ে বেশি কিছু না। তাশিক মির্জা আমার নির্বাচনে কোন প্রচারণা চালান নি বলে তিনি দাবী করেন। তবে জরিমানার টাকা আমি প্রদান করিনি। ওই টাকা ভ্রাম্যমান আদালতকে কে পরিশোধ করেছে সেটা আমি জানি না।
শিবচর থানার উপ-পরিদর্শক বরুন হিরা জানান, স্টিকার লাগানো প্রাইভেটকারের আরোহী তাশিক মির্জা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আঃ কাদের মির্জার ছেলে বলে নিজেকে পরিচয় দেন। প্রাইভেটকারটি পরে ছেড়ে দেওয়া হয়েছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ওই প্রাইভেটকারটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার যাচাই-বাছাই করে ওই চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড করেন। আটককৃত প্রাইভেটকারের আরোহী তাশিক মির্জা চেয়ারম্যান প্রার্থী ওয়াসিম মাদবরের ভাগ্নে রাইসুল ইসলাম অনিকের বন্ধু। ওই সুবাদে মামার নির্বাচন করার জন্য প্রভাব খাটাতে সংসদ সদস্যের ব্যবহৃত গাড়ি নিয়ে আসে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বহিরাগতদের প্রবেশ করিয়ে শিবচরের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওয়াসিম মাদবরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।