ইউনিয়ন পরিষদ নির্বাচন : শিবচরে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল , বৈধ প্রার্থীদের তালিকা

শিবচর বার্তা ডেক্সঃ
আগামী ১১ এপ্রিল ১ম দফায় শিবচরে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বৃহস্পতিবার যাচাই বাছাইকালে উত্তর বহেরাতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারিচ ও নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে দত্তপাড়া ইউনিয়নে ১০ জন, শিবচর ইউনিয়নে ৭ জন, পাঁচ্চর ইউনিয়নে ৫ জন, মাদবরচর ইউনিয়নে ৯ জন, কুতুবপুর ইউনিয়নে ৭ জন, কাদিরপুর ইউনিয়নে ৩ জন, দ্বিতীয়খন্ড ইউনিয়নে ৭ জন, ভান্ডারীকান্দি ইউনিয়নে ৫ জন, বাঁশকান্দি ইউনিয়নে ১৪ জন, বহেরাতলা উত্তর ইউনিয়নে ২ জন, বহেরাতলা দক্ষিন ইউনিয়নে ৫ জন, নিলখী ইউনিয়নে ৬ জন ও শিরুয়াইল ইউনিয়নে ৮ জনসহ মোট ৮৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরমধ্যে বাশকান্দি ইউনিয়নে সর্বাধিক ১৪ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারন সদস্য পদে ৪ শ ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আর সংরক্ষিত সদস্য পদে ১ শ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ২৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীদের তালিকা ঃ-
দত্তপাড়া ঃ
১.পাভেল চৌধুরী
২.মো:মনজুরুল জাহান
৩.মোঃ খোকন মুন্সি
৪.সেলিম মোল্লা
৫.মোঃ মোহসীন উদ্দিন
৬.মোঃ মুরাদ মিয়া
৭.শিরিন আক্তার চৌধুরী
৮.এসএম মাহাবুল
৯.আলহাজ্ব মনিরুজ্জামান(টুকু ফরাজী
১০. আবুল হোসেন খান
শিবচর ঃ
১. মোঃ রাজন মিয়া
২. মোঃ আসাদুজ্জামান রিপন
৩. মো:দিদার হোসেন
৪. মোঃ মোশারফ মোল্লা
৫. বাবুল ফকির
৬. নজরুল ইসলাম
৭.জাহাঙ্গীর খলিফা
পাঁচ্চর ঃ
১. মোঃ দেলোয়ার হাওলাদার
২. বাবুল হোসেন হাওলাদার
৩.জাকির হোসেন
৪.এনায়েত হাওলাদার
৫.ইমরান হোসেন
মাদবরচর ঃ
১. চৌধুরী সুলতান মাহমুদ
২. মোঃ সাইদুর রহমান বাবুল
৩. মোঃ ফজলুল হক
৪. মাসুদ রানা
৫. মিজানুর রহমান
৬. মোহাম্মদ সেলিম মিয়া
৭. মো: হারুনুর রশিদ
৮.মো: রিপন মোল্লা
৯.ছামাদ মিয়া
কুতুবপুর ঃ
১. মোঃ আতিকুর রহমান মাদবর
২. মোঃ মনোয়ার হোসেন
৩. মোঃ ইব্রাহিম শিকদার
৪. মোঃ ইউনুস হাওলাদার
৫. মো: আতিকুর রহমান
৬. মাসুদুর রহমান (দুলাল বেপারী)
৭.মো: মোশারেফ হোসেন
কাদিরপুর ঃ
১. বি এম জাহাঙ্গীর হোসেন
২. শাহ আলম তালুকদার (চান মিয়া)
৩. মোঃ হাবিবুর রহমান
দ্বিতীয়খন্ড ঃ
১. মনোয়ারা বেগম
২. মফিজ উদ্দিন আহম্মেদ
৩. হাবিবুর রহমান
৪. মো: বাদশা হাওলাদার
৫. মোহাম্মদ সিরাজুল ইসলাম
৬. মোঃ মোতাহার হাওলাদার
৭.মো: গোলাম মাওলা

ভান্ডারীকান্দি ঃ
১. শওকত হোসেন নান্নু
২. আবুল কালাম চোকদার
৩. সামচুল ইসলাম গাজী (দাদন গৌড়া)
৪.মো: লুৎফর রহমান
৫.মো: চাঁন মিয়া হাওলাদার
বাঁশকান্দি ঃ
১. মোঃ আবুল বাসার মিয়া
২. শাজাহান মোল্লা
৩. মোঃ আইয়ুব আলী
৪. মোঃ আসাদুজ্জামান খোকন
৫. সাইদ আহমেদ
৬. মো: দিদার হোসেন শিকদার
৭. মাহবুবুর রহমান (আসমত আলী)
৮. মোঃ আব্দুল হাই মিয়া
৯. টি এম ফারুক
১০. আলমগীর মোল্লা
১১. মোস্তাফিজুর রহমান
১২.মোসা. নাসিমা বেগম
১৩.লিটন হায়দার
১৪.বিএম নুরুল ইসলাম
বহেরাতলা উত্তর ঃ
১. মোঃ জাকির হোসেন (হায়দার)
২. মোঃ নুরুল হক সিকদার
বহেরাতলা দক্ষিন ঃ
১. মোঃ রোমানউজ্জামান
২. অলি উল্লাহ
৩. গোলাম জাহাঙ্গীর মাতুব্বর
৪. মোঃ আবদুল বারী উকিল
৫.মান্নান উকিল
নিলখী ঃ
১. মোঃ ওয়াসিম
২. মোঃ হারুন অর রশিদ জসীম
৩. মোঃ বাবুল খালাসী
৪. মো: খোরশেদ মাতুব্বর
৫. সহিদুর বেপারী
৬. মিজান
শিরুয়াইল ঃ
১. আতিকুর রহমান মুরাদ হাওলাদার
২. মোঃ সুরাবউদ্দিন
৩. মোঃ আজিজুর রহমান
৪. আবুল কালাম সরদার
৫. মান্নান মাতুব্বর
৬. রানা হাওলাদার
৭.আসাদ সরদার
৮.লিটন মোল্লা