মাদারীপুর আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‌্যাল উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর আদালত প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ কহিনুর আঞ্জুমান, মো. শরিফুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. সাইদুর রহমান, শহিদুল ইসলাম,ফয়সাল আল মামুন, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, সহকারী জজ মো. আল আমীন, জেসমিন নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জিপি প্রমুখ।
মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর আদালত প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করা হলো। এই প্রথম কোন আদালত প্রাঙ্গনে জাতির জনকের মুর‌্যাল নির্মান করা হলো।