সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিচারের দাবিতে মাদারীপুরে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লেকেরপাড়ের শহীদ কানন চত্ত্বরে সাংস্কৃতিক কর্মীরা এতে অংশ নেয়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মলিত ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।
সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও মন্দিরে আগুন দেয়ায় তীব্র প্রতিবাদ জানান শিল্পীরা। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।