শিশু অধিকার ও সুরক্ষায় মাদারীপুরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলা সমাজসেবার আয়োজনে শিশু অধিকার ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের ভূমিকা নিয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পেয়ারপুর ইউনিয়ন পরিষদ ভবনে এ বিষয়ে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক ফেরদৌসি আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত হোসেন হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা সহকারী পরিচালক আফজাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম-পুলিশ ও শিক্ষার্থীরা।
সভায় প্রধান অতিথি ফেরদৌসি আক্তার বলেন, কিশোর অপরাধ, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, তালাক প্রথা বলি, শিশু নির্যাতন, স্কুল গোয়িং কিশোর কিশোরীদের সমস্যাগুলো একত্রে নিয়ে সবার কাছে একটি মেসেজ পৌছে দিতে চাই। তারা ১০৯৮ কোড নম্বরে ফোন দিয়ে যেকোন আইনী সহায়তা চাইতে পারবে। সহায়তা চাইলে উপজেলা, জেলা সমাজসেবা, প্রবেশন অফিসার এই আইনী সহায়তা প্রদান করবে।