শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাদারীপুরে পুলিশ সুপারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিব শংকর রবিদাস :
আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে চার উপজেলার পূজারীদের নিয়ে মাদারীপুর পুলিশ সুপারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে সরকারের বিভিন্ন নির্দেশনা মেনে চলার আহব্বান জানানো হয়।
জানা যায়, শারদীয় দূর্গাৎসব শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে রবিবার দুপুরে জেলার চার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে জেলা প্রলিশ। সভায় প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রাখা, পোশাকে ও সাদা পোষাকে পুলিশি টহলের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানানো হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মন্ডপগুলোতে জীবানুনাশক স্প্রে মজুদ রাখা, জনসমাগম না করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের নির্দেশনা মেনে চলার আহব্বান জানানো হয়। পুলিশ সুপার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ আব্দুল হান্নান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) চাই লাউ মারমা,অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ মনিরুজ্জান ফকির, মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডলসহ ৪ উপজেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর মাদারীপুর সদরে ৭২ টি, শিবচরে ৬৩ টি, কালকিনিতে ৬৩ টি ও রাজৈর উপজেলায় ২ শ ৪৪ টি মন্ডপসহ জেলায় ৪ শ ৪২ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।