মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের লোক মিলে সংগ্রাম করেছি : শাজাহান খান এমপি

মাদারীপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন- দেশ সৃষ্টি ও বাঙালির ইতিহাসের সাথে আওয়ামী লীগের নাম জড়িত। আওয়ামীলীগ কখনো সন্ত্রাস করেনি আর করবেও না। তারা সন্ত্রাসী কর্মকান্ডে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে না। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের লোক মিলে সংগ্রাম করেছি। তখন তো ধর্মের কোন ভেদাভেদ ছিল না। এখনো যেন না থাকে। বাংলাদেশ সব ধর্মের লোকের জন্য সমান। ইসলাম সংঘাত, সন্ত্রাসকে কখনো সমর্থন করে না। সব ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করে তারা মানুষ হিসেবে নিজেদের দাবি করতে পারে না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি।.সেই স্বাধীন দেশে যেন রাজনৈতিক বা ধর্মীয় সংঘাতে রক্ত না ঝরে। বৃহস্পতিবার ‌দুপুরে সদর উপজেলার আছমত আলী খান মিলনায়তনে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি এসকল কথা বলেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় শাজাহান খান আরো বলেন, বিএনপির জ্বালাও পোড়াও কর্মকান্ডের ভয়ে আতঙ্কিত হয়ে গণসমাবেশের সময় মালিক-শ্রমিকরা বাসট্রাক পরিবহন বন্ধ রাখে। এখানে সরকারের কোন ভূমিকা নেই। বিএনপি এর আগে ৯২ জন বাসের ড্রাইভার-হেলপারকে হত্যা করেছে। ১৭ জন পুলিশ ৩ জন বিজিবি ২ জন গ্রাম পুলিশ ও অসংখ্য নারী-শিশুকে হত্যা করেছে। আপনাদের ভয়পায় মানুষ, কখন আবার আপনারা সন্ত্রাস করবেন, পেট্রোল বোমা মারবেন। আপনারা ১ হাজার গাড়ি পুড়িয়েছেন, ৩ হাজার গাড়ি ভেঙ্গেছেন। সুতারাং বাসের মালিক শ্রমিক আপনাদের ভয়পায় বলেই তাদের নিরাপত্তার কারণে আপনাদের সমাবেশে গাড়ি বন্ধ রাখে তারা। এখানে সরকারের কোনো নির্দেশনা নাই। আওয়ামী লীগের শিকর কিন্তু মাটিতে পতিত নয়, মানুষের হৃদয়ের মধ্যে পতিত, টেনে উপড়ে ফেলা যায়না আওয়ামীলীগকে। অনেকেই চেষ্টা করেছেন আওয়ামীলীগকে উপড়ে ফেলতে, কিন্তু কেউ পারেননি আওয়ামীলীগের শেকর উপড়ে ফেলতে।