মাদারীপুর হাসপাতালের আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে পরাণ পোদ্দার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। ওই ব্যবাসয়ী মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকার হরেকৃষ্ণ পোদ্দারের ছেলে। তিনি ৫/৬ দিন ধরে জ্বরে ভূগছিলেন। পরাণ পোদ্দার কুলপদ্দি বাজারে মুদি ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়। এ নিয়ে মাদারীপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেলেন। মাদারীপুরে করোনা রোগীর সংখ্যা ৩ শ ৫৩ জন।
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার বলেন, “রাত ১০টার দিকে পরাণ পোদ্দার নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়।”