মাদারীপুর সদর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি:
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুরের পাঁচ উপজেলার ১২৬টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডিজিটাল প্লাটর্ফামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ঘর পাওয়া সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।