মাদারীপুর থেকে ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি :
উচ্চ আদালতে নিষেধ থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়ায় ফরিদপুর পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে মাদারীপুর থেকে ফরিদপুর রুটে চলাচলাকারী সব ধরণের পরিবহন বন্ধ করেছে পরিবহন মালিক সমিতি। তবে সকাল থেকেই মাদারীপুরের সাথে ঢাকাসহ অন্য জেলায় যাতায়াতকারী সব ধরণের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, উচ্চ আদালতে নিষেধ থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এতে মাঝে মাঝেই দুঘর্টনা ঘটছে। তাই ফরিদপুর জেলায় এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে শুক্র ও শনিবার ধর্মঘট ডাকে মালিক সমিতি। ফরিদপুরে কোন বাস প্রবেশ করতে দিচ্ছে না তাই মাদারীপুর থেকে ফরিদপুরগামী সব পরিবহন বন্ধ রাখা হয়েছে। শনিবার সন্ধা পর্যন্ত ফরিদপুরগামী পরিবহন বন্ধ থাকবে।
মাদারীপুর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, ফরিদপুর বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারনে মাদারীপুর থেকে ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যান্য সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।