মাদারীপুর ঘটমাঝি ইউপি নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি

মাদারীপুর প্রতিনিধিঃ
আজ ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মাদারীপুর সদর উজেলার ঘটমাঝি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শিতের সকালে তীব্র ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুয় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সবখানেই স্বাস্থ্য বিধি উপেক্ষিত। ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে ৭ জন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন। এছারাও নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, মেম্বার প্রার্থী ৩৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ঘটমাঝি ইউনিয়নে ২০ হাজার ৯’শ ৫৬ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ১০ হাজার ১’শ ২২ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৮’শ ৩৪ জন।